Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে নিখোঁজের ২০ ঘন্টা পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২০, ১১:৩৯ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে বন্ধুদের সঙ্গে বন্যার পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিলয় (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাতটার দিকে রাজাবাড়ি গ্রামের বানিয়াচালা নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে সে নিখোঁজ হলে ১৯ ঘন্টা পর বৃহস্পতিবার সকালে তার ভাসমান লাশ উদ্ধার করে স্থানীয়রা।
নিলয় উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের মো. আকতার মিয়ার ছেলে। সে রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে রাজাবাড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিন মিঞা নিলয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বুধবার বেলা ১১ টার দিকে নিলয় তার বন্ধুদের সঙ্গে রাজাবাড়ি বানিয়াচালা নামক স্থানে বন্যার পানিতে গোসল করতে যায়। সেখানে একটি কালভার্টের উপর থেকে লাফিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয় সে। তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল গিয়েও তার কোন সন্ধান না পেয়ে ফিরে আসে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ঘটনাস্থলের প্রায় দুইশ গজ দুর থেকে নিলয়ে ভাসমান মরদেহ উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ