Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশনের ভাতা প্রদান শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২০, ৮:২৯ পিএম

১১৫০ জন দুস্থ ক্রীড়াবিদকে মাসিক ভাতা দিতে শুরু করেছে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন। ২ কোটি ৭৬ লাখ টাকার এই ভাতার প্রথম অংশ হিসেবে বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে ঢাকা জেলার ৮৫ জন অস্বচ্ছ্বল, আহত, অসমর্থ ক্রীড়াবিদের হাতে অনুদানের চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। চেক প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন জাতির পিতার স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সৃষ্টিলগ্ন থেকেই এ প্রতিষ্ঠান জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ক্রীড়াসেবীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্রীড়া, খেলাধুলা ও শরীরচর্চায় অবদান রাখাদের বা তাদের পরিবারের সদস্যদের কল্যাণের জন্য ভাতা প্রদানের মাধ্যমে ফাউন্ডেশনের ক্রীড়ার মান উন্নয়নে উৎসাহ প্রদান করে আসছে।’

রাসেল আরো বলেন, ‘করোনা সংক্রমণের শুরু থেকেই আমরা অসহায় ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের আর্থিকভাবে সহায়তা করে আসছি। প্রথম দফায় ১ হাজার ক্রীড়াবিদকে ১ কোটি টাকা দিয়েছি। পরবর্তীতে আমরা আরও ৩ কোটি টাকা দেশের তৃণমূল পর্যায়ের ৪ হাজারের অধিক অসহায়, দুঃস্থ ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্টদের হাতে তুলে দিয়েছি। সম্প্রতি ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এজন্য আমরা উনার কাছে কৃতজ্ঞ। আমরা ওই টাকা স্থায়ী আমানত হিসেবে রেখে তার লভ্যাংশ থেকে খেলোয়াড় বা ক্রীড়া সংশ্লিষ্টদের সহযোগিতা করব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ