নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ক্যানসার আক্রান্ত সাবেক ফুটবলার ইকরাম বাসার তুহিনকে এক লাখ টাকার চেক প্রদান করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গতকাল তার হাতে চেক তুলে দেন এনএসসি’র সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস। আশির দশকের ফুটবলার তুহিন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমনের বড় ভাই। তুহিনের পক্ষে চেক বুঝে নেন তিনিই। এ সময় সুমন জানান, তুহিনকে ইতোমধ্যে তিনটি কেমো দেয়া হয়েছে। তাকে আরো তিনটি কেমো দেয়া হবে। বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তুহিন। একই দিন স্বাধীন বাংলা ফুটবল দলের পাঁচ ফুটবলারের হাতেও চেক তুলে দিয়েছে এনএসসি। বিকালে এনএসসি সচিবের কাছ থেকে চেক বুঝে নেন স্বাধীন বাংলা দলের অন্যতম সদস্য সাইদুর রহমান প্যাটেল, খালেক, মোজ্জাম্মেল, জোয়ার্দার। দীর্ঘদিন ধরে স্বাধীন বাংলা ফুটবল দলের ১৯ ফুটবলার নিয়মিত চেক পেয়ে আসছেন। এ তালিকায় পাঁচজন যোগ হওয়ায় এখন এনএসসির মাসিক অনুদানের আওতায় আসলেন স্বাধীন বাংলা দলের ২৪ ফুটবলার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।