বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে ফেনইথাইলামিন নামে নতুন এক মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এলিট বাহিনী র্যাবের অভিযানে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর খুলশী থানার ফয়স লেক এলাকা থেকে ৭৭৫ গ্রাম মাদক সহ এক মাদক ব্যবসায়ীকে পাকড়াও করা হয়। গ্রেফতার মো, ফিরোজ (৩৮) চট্টগ্রামের পটিয়ার আশিয়া এলাকার বাসিন্দা।
র্যাবের সহকারী পরিচালক মাশকুর রহমান বলেন, এসব মাদক কোকেন জাতীয়। খবর ছিল একদল মাদক ব্যবসায়ী কোকেন বেচাকেনার জন্য অপেক্ষা করছে। তবে অভিযানে নতুন এ মাদক দ্রব্য পাওয়া গেছে। দেশে সম্ভবত এ ধরনের মাদক উদ্ধারের ঘটনা এ টাই প্রথম।
জানা গেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের তালিকায় ফেনইথাইলামিনকে ক শ্রেণীতে রেখেছে। উদ্ধার করা নয়া এ মাদকের উৎস খোঁজা হচ্ছে। দেশে এ ধরনের মাদক কারা কিভাবে এনেছে তাও তদন্ত করে দেখা হবে জানান র্যাবের কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।