Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিলীপসহ ১ হাজার বিজেপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২০, ৭:০৫ পিএম

অস্বস্তি বাড়ল বিজেপি শিবিরের জন্য। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ ১ হাজার জন নেতা-কর্মীর বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনে রুজু হল মামলা।

রায়গঞ্জ পুলিস জেলায় এই মামলা রুজু হয়েছে। দিলীপ ঘোষ ছাড়াও মামলা রুজু করা হয়েছে বিজেপি রাজ্য নেতা সায়ন্তন বসু, বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, মালদার হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু, উত্তর দিনাজপুরের জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর বিরুদ্ধেও। মোট ১ হাজার জন বিজেপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগ, আনলক পর্বে বেআইনিভাবে জমায়েত করেছিলেন তাঁরা। সেই অভিযোগেই তাঁদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনে মামলা রুজু করা হচ্ছে বলে জানিয়েছে রায়গঞ্জ পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার অনুপম সিং।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ