Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় পৃথক ঘটনায় পুলিশ কনস্টেবল সহ তিন জন নিহত

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২০, ৪:৪২ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক তিনটি ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে । সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এরা হলো পুলিশ কনস্টেবল মো.শাখাওয়াত হোসেন (২২) ইলেকট্রেশিয়ান মো.সানি (২৫) ও গৃহবধূ মো.আনোয়ারা বেগম (৬০) । এদের মধ্যে পুলিশ কনেষ্টেবল শাখাওয়াত তার অপর দুই বন্ধুকে নিয়ে মোটর সাইকেল যোগে কুয়াকাটা থেকে পটুয়াখালী যাচ্ছিল । পথিমধ্যে রজপাড়া নামক স্থানে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হয় । তার বাড়ী পটুয়াখালীর বাউফল উপজেলায় । সে ওই এলাকার মো.সুজন খান’র ছেলে । এছাড়া মো.সানি পায়রা সমুদ্র বন্দর এলাকায় আবাসনে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে তিনি মারা যান। সে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামের মো.সত্তার মুন্সির ছেলে। অপরদিকে ,উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামে আনোয়ারা বেগম নামে এক গৃহবধূ পারিবারিক বিষয় নিয়ে বিষ পান করে আত্মহত্যা করেছে। সে মধুখালী গ্রামের হান্নান খন্দকারের স্ত্রী । কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। থানায় তিনটি ইউ,ডি মামলা হয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ