Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মধ্যস্থতা করতে অপারগ বিশ্বব্যাংক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২০, ১২:১১ এএম

পাকিস্তান ও ভারতের মধ্যে দীর্ঘদিন চলে আসা পানি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য কোন নিরপেক্ষ বিশেষজ্ঞ নিয়োগ বা সালিশ আদালত গঠনে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে অপারগতা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। বিষয়টি দ্বিপাক্ষিকভাবে সমাধান করতে পরামর্শ দিয়েছে তারা। ইসলামাবাদে পাঁচ বছর দায়িত্ব পালনের পর পাকিস্তানে বিশ্বব্যাংকের সাবেক কান্ট্রি ডিরেক্টর প্যাচামুথু ইলানগোভান বলেন, কোন বিকল্পটি বেছে নেয়া হবে তা নির্ধারণের জন্য ভারত ও পাকিস্তানকে একত্রে বসেই সিদ্ধান্ত নিতে হবে। ডনের সঙ্গে আলোচনাকালে ইলানগো বলেন, পাকিস্তান সালিশ আদালত বসানোর জন্য অনুরোধ করেছে। অন্যদিকে ভারত তাদের দুটি হাইড্রো প্রকল্প নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য নিরপেক্ষ বিশেষজ্ঞ নিয়োগ করতে বলে। ১৯৬০ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি সই হয়। এই চুক্তি সইয়ে বিশ্বব্যাংক মধ্যস্থতা করে। চুক্তি অনুযায়ী এর কোন বিরোধ নিষ্পত্তিতে বিশ্বব্যাংক সহায়তা করবে বলে কথা রয়েছে। ডন, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বব্যাংক

১২ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ