প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দীর্ঘ চার বছর পর মুক্তি পেল তরুণ ও প্রতিশ্রুতিশীল সংগীত পরিচালক বর্ণ চক্রবর্তীর দ্বিতীয় হিন্দি গান ‘মুঝে হুয়া হ্যায় পেয়ার’। ভারতের পশ্চিমবঙ্গের শিল্পী শিউলি সমাদ্দারের কণ্ঠে বর্ণ চক্রবর্তীর লেখা এ গানটির মিউজিক ভিডিও এখন হিউজ টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এর আগে বর্ণ চক্রবর্তী ও শিউলি সমাদ্দার একসঙ্গে কাজ করেছেন রবীন্দ্র সংগীত ‘পুরানো সেই দিনের কথা’ গানটি নিয়ে। মুঝে হুয়া হ্যায় পেয়ার গানটির কথা ও সুর করেছেন বর্ণ চক্রবর্তী নিজে। গানের রেকর্ডিং ও মিউজিক ভিডিও নির্মিত হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতায়। মিউজিক ভিডিয়ো নির্মাণও বর্ণ চক্রবর্তীর। হিউজ স্টুডিওর ব্যানারে প্রকাশিত গানটির অনলাইন পার্টনার ইউটিউব ভিত্তিক দেশের জনপ্রিয় চ্যানেল হিউজ টিভি। গানটি স¤পর্কে কণ্ঠশিল্পী শিউলি সমাদ্দার বলেন, বর্ণ চক্রবর্তীর সুরের ভক্ত আমি। তার কাজ আমার খুব ভালো লাগে। তার থেকেও বড় কথা আমরা বাঙালি। যুগে যুগে বাঙালিরা বাংলার পাশাপাশি হিন্দি গানে সফল হয়েছেন। আমরাও চেষ্টা করেছি, একটা ভালো গান করার। আশা করি, সবার খুব ভালো লাগবে। বর্ণ চক্রবর্তী বলেন, ছোটবেলা থেকেই বাংলা গানের পাশাপাশি হিন্দি গান শুনে বড় হয়েছি। তখনই ভাবতাম যদি একটা হিন্দি গান বানাতে পারতাম! সেই ইচ্ছা থেকেই আমার কথায় কুচ ইস তারাহ শিরোনামের গানটি ভারতীয় শিল্পী প্রয়াগ জোশীকে দিয়ে গাওয়ানো হয়। গানটি বেশ প্রশংসিতও হয় দুই দেশে। তারপর দীর্ঘদিন পর আরেক ভারতীয় শিল্পীর কণ্ঠে এলো ‘মুঝে হুয়া হ্যায় পেয়্যার। আশা করি গানটি সবার ভালো লাগবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।