Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাকরির বাজারে যেন রক্তক্ষরণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২০, ১২:০৩ এএম

ব্রিটেনে চাকরির বাজারে যেন রক্তক্ষরণ। করোনা মহামারির কারণে এক লাখ ৩৫ হাজার ব্রিটিশ চাকরি হারানোর ঝুঁকিতে। অব্যাহতভাবে বিভিন্ন কোম্পানি লে-অফ ঘোষণা করছে। সর্বশেষ ডবিøউএইচ স্মিথ ঘোষণা দিয়েছে, তারা কমপক্ষে ১৫০০ কর্মী ছাঁটাই করবে। এর বেশির ভাগই ট্রেন স্টেশনের। কর্মী ছাঁটাইয়ের কারণ, সেখানে কমিউটার এবং অবকাশযাপনের সংখ্যা উভয়ই কমে গেছে। বুধবার রাতে খবর প্রকাশ হয় যে, ইংল্যান্ডে এবং স্কটল্যান্ডে এলজিএইচ যেসব হোটেল ব্যবস্থাপনা করে তার প্রায় ১৫০০ স্টাফ চাকরি হারাতে পারেন। এ সংস্থাটি ক্রাউন প্লাজা, হলিডে ইন এবং হলমার্কের মতো হোটেল ব্যবস্থাপনা করে। এমন সব খবরে ব্রিটেনে এক হিম আতঙ্ক বিরাজ করছে। করোনা ভাইরাসের হুমকি বিশ্লেষণে দেখা যায়, শতাধিক ব্রিটিশ বৃহৎ প্রতিষ্ঠানে কর্মরত দেশের ভিতরে এবং বাইরে দুই লাখ ৩০ হাজার মানুষ চাকরি হারাতে পারেন। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান এমএন্ডকো তাদের ৪৭টি স্টোর বন্ধ করে দেবে। এতে চাকরি হারাবেন ৩৮০ জন মানুষ। খদ্দেরের অভাবে দোকান বন্ধ করে দিচ্ছে বুকমেকার উইলিয়াম হিল। সেখানে ১১৯ জন মানুষ কাজ নিয়ে সংশয়ে। এ ছাড়া পিৎজা এক্সপ্রেস, কারিস পিসি ওয়ার্ল্ড, হেজ ট্রাভেল এবং ডিডবিøউ স্পোর্টস ঘোষণা দিয়েছে তারা কর্মী ছাঁটাই করবে ৪৪৭০ জন। এত বিপুল পরিমাণ মানুষ কর্মসংস্থান হারানোর ফলে সরকারের ওপর প্রচÐ চাপ সৃষ্টি হবে। এরই মধ্যে বৃটেনে এক তৃতীয়াংশের সামান্য বেশি মানুষ কাজে ফিরেছেন। বাকিরা বাসায় বসে কাজ করছেন। ফ্রান্সে অফিস করছেন শতকরা ৮৩ ভাগ মানুষ এবং জার্মানিতে শতকরা ৭০ ভাগ। এ তথ্য বিনিয়োগ সংক্রান্ত মর্গান স্ট্যানলের গবেষকদের। ডেইলি মেইল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাকরি

৩০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ