Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটাধিকার নিয়ে কথা বলে ট্রাম্পের তীব্র সমালোচনার মুখে ওবামা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২০, ৬:৩৪ পিএম

মার্কিন নির্বাচন ও ভোটাধিকার নিয়ে কথা বলায় ট্রাম্পের তীব্র সমালোচনার মুখে পড়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।সাবেক কংগ্রেসম্যান জন লুইসের শেষকৃত্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যে বক্তব্য দিয়েছেন তাকে বিচ্ছিরি ও ভয়ানক বলে উল্লেখ করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। -সিএনএন

এই সামাজিক অধিকার কিংবদন্তীর শেষযাত্রায় অবশ্য অংশ নেননি ট্রাম্প। ট্রাম্প বলেন, এটা খুব ভয়ানক ছিলো। তিনি রেগে গিয়ে ভাষণ দিয়েছেন। তিনি যে রাগ দেখিয়েছেন, জনগনের তাতে কিছুই আসে যায় না। তিনি নিয়ন্ত্রণ হারিয়েছেন। এটা খুবই বিরক্তিকর ছিলো। হোয়াইট হাউজ ছাড়ার পর প্রথমবার এতো বড়া ভাষায় বক্তব্য দিয়েছেন বারাক ওবামা। এই ভাষণের কিছুক্ষণ আগেই ট্রাম্প তছরুপ সন্দেহে নভেম্বরের নির্বাচন পিছিয়ে দেবার প্রস্তাব দেন। ওবামা বলেন, ‘আমাদের এরপর থেকে হয়তো ব্যালট বাক্সে জেলি বিনের পরিমাণ গুনতে হবে। সেখানে ভোট পড়বে না। কারণ দায়িত্বে থাকা মুর্খরা ভোটদানে নিরুৎসাহিত করছে। এর আগেও নানানভাবে যুক্তরাষ্ট্রের ইতিহাসের একমাত্র কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টকে আক্রমণ করেছেন ট্রাম্প। একবার তিনি স্পষ্টই বলেছেন, ওবামাকে তিনি পছন্দ করেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ