Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমিত আকারে ফ্লাইট চালু করছে এমিরেটস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২০, ৭:১২ পিএম

দুবাইয়ের এমিরেটস এয়ারলাইন্স সোমবার জানিয়েছে যে, তারা আলজিয়ার্স, তিউনিস, জাকার্তা, ম্যানিলা, তাইপেই, কাবুল এবং শিকাগোতে সীমিত আকারে যাত্রী পরিষেবা দেয়ার পরিকল্পনা করেছে। তবে কবে নাগাদ এই ফ্লাইট চলাচল করবে তা বলা যায়নি।

গত মাসে সংযুক্ত আরব আমিরাত এমিরেটস এয়ারলাইন্সের নিয়মিত সেবা স্থগিত করে দেশ ছাড়তে ইচ্ছুকদের জন্য সীমিত সংখ্যক বহির্মুখী ফ্লাইটের অনুমতি দিয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে সাময়িকভাবে স্থগিত রাখার পর গত ৩ এপ্রিল থেকে ফ্লাইট পরিচালনায় ফিরছে এমিরেটস। ইতোমধ্যে পুনরায় যাত্রীসেবা দেওয়ার অনুমতি পেয়েছে দুবাইভিত্তিক এই বিমান সংস্থা। তবে আপাতত সীমিত আকারে চলবে তাদের কার্যক্রম। মগত ৬ এপ্রিল থেকে লন্ডনের হিথ্রো, জার্মানির ফ্রাঙ্কফুর্ট, ফ্রান্সের প্যারিস, বেলজিয়ামের ব্রাসেলস ও সুইজারল্যান্ডের জুরিখে এমিরেটসের উড়োজাহাজ চলাচল শুরু করে।

ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে বোয়িং ৭৭৭ -৩০০ ইআর উড়োজাহাজ। এগুলোর বেলি হোল্ডে উভয় দিকেই জরুরি পণ্যসহ অন্যান্য কার্গো পরিবহন করা হবে। স্বাস্থ্য নিরাপত্তার খাতিরে এমিরেটসের ইন-ফ্লাইট সেবা ও বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া ফ্লাইট পরিচালনার পর দুবাইয়ে প্রতিটি উড়োজাহাজে বর্ধিত পরিছন্ন ও জীবাণুনাশক কার্যক্রম পরিচালিত হবে। সূত্র: রয়টার্স।

 



 

Show all comments
  • abujabed ৯ মে, ২০২০, ১২:০৭ এএম says : 0
    আমি আবুদাবিথেকে এসেছি,কিনতু কবে জেতে পাৱব বলতে পাৱছিনা,টাকা পয়সা খুব কষট কৱতেছি,কবে ছালু হবে আবুদাবি ফালাইট.pls জানাবেন কি,আমি কি হেলপ পেতে পাৱি সৱকাৱ থেকে,আমাৱ পভাসী জিবন ১৬ ছলতেছে আমি হেলপ ছাই,pls.
    Total Reply(0) Reply
  • abujabed ৯ মে, ২০২০, ১২:০৭ এএম says : 0
    আমি আবুদাবিথেকে এসেছি,কিনতু কবে জেতে পাৱব বলতে পাৱছিনা,টাকা পয়সা খুব কষট কৱতেছি,কবে ছালু হবে আবুদাবি ফালাইট.pls জানাবেন কি,আমি কি হেলপ পেতে পাৱি সৱকাৱ থেকে,আমাৱ পভাসী জিবন ১৬ ছলতেছে আমি হেলপ ছাই,pls.
    Total Reply(0) Reply
  • হামিদ উদ্দিন ১৯ মে, ২০২০, ৯:১৪ পিএম says : 0
    আবু জাভেদ ভাই সালাম। আর কত বিদেশ কাটাবেন এবার ফিরুন। এত বছর বিদেশে থেকেও বলছেন, "আপনি ভাল নন" তাহলে গিয়ে লাভ কি? সঞ্চয় যদি না করতে পারেন, তা হলে লাভ কি? এখন সরকার কম সুদে লোন দিচ্ছে, সেটা চেষ্টা করুন, খামার জাতীয় কিছু করুন । বছর খানিক কষ্ট হবে, তারপর আর কষ্ট থাকবে না । বিদেশ যে শ্রম দেন তার অর্ধেক এ দেশে করুন, তাতেই ভালো থাকবেন। একবার ভাবুন তো জীবনে কি পেলেন আর কি হারালেন! ধন্যবাদ ।
    Total Reply(0) Reply
  • ইমরান হোসেন ১৪ জুন, ২০২০, ৭:১৫ পিএম says : 0
    আমি ইতালি মিলান শহর থেকে এসেছি এখন আমি আবার ইতালি মিলান শহরে যেতে চাই , আমার গত মে মাসের ৫ তারিখে যাওয়ার তারিখ ছিল , এখন আমি ঔ টিকেটে নতুন ভাবে কি করে যেতে পারি দয়া করে একটু বলবেন কি, অথবা কি ভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি, ধন্যবাদ ।
    Total Reply(0) Reply
  • ইমরান হোসেন ১৪ জুন, ২০২০, ৭:১৬ পিএম says : 0
    আমি ইতালি মিলান শহর থেকে এসেছি এখন আমি আবার ইতালি মিলান শহরে যেতে চাই , আমার গত মে মাসের ৫ তারিখে যাওয়ার তারিখ ছিল , এখন আমি ঔ টিকেটে নতুন ভাবে কি করে যেতে পারি দয়া করে একটু বলবেন কি, অথবা কি ভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি, ধন্যবাদ ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ