Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আয়রন ডোম-এর সমর্থনে ইসরাইলে মার্কিন কার্গো বিমান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২০, ১১:৩৫ এএম

ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বসানোর কাজে সমর্থন দিতে মার্কিন আর্মি ফিউচারস কমান্ডের একটি কার্গো বিমান ইসরাইলে গেছে।

গত সোমবার সন্ধ্যায় ইসরাইলের বেনগুইরোন আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যান্টোনভ এএন-২২৫ বিমানটি অবতরণ করে। বিমানে বেশকিছু ট্রাক আনা হয়েছে যাতে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হবে।

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন সেনাদেরকে ব্যাপকভিত্তিক ক্ষেপণাস্ত্র ও বিমান হুমকি থেকে রক্ষা করবে।

গত বছর ইসরাইলের কাছ থেকে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দুটি ব্যাটারি কেনে আমেরিকা। এরপর আমেরিকার এই কার্গো বিমান ইসরাইলে গেল।

আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি কেনার পর ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, আমেরিকার পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত ইসরাইলের জন্য বিশাল অর্জন এবং এর মাধ্যমে ইসরাইল ও আমেরিকার মধ্যকার সুন্দর বন্ধুত্বের প্রমাণ পাওয়া যাচ্ছে।

সূত্র: পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ