বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয়ে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বুধবার রাতআনুমানিক ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।স্থানীয়দের সহায়তায় রাজাপুর ও ভান্ডারিয়ার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। এতে আশপাশের দোকানগুলো রক্ষা পায়।তাতে ও আশপাশের ৯ টি দোকান ভস্মিভূতও আংশিক ৫ টি সহ ১৪ টি। স্হানীয় ব্যবসায়ীরা জানান, আজ রাত ৮ টা দিকে বিদ্যুৎ চলে যায়। পেট্রোল ব্যবসায়ী আব্দুল মজিদ মোমবাতি জালিয়ে পেট্রোল বিক্রি করে। এ সময় মোমবাতির আগুন পেট্রোলে ধরে যায়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দোকানদার মজিদ(৭৫) দগ্ধ হন। পরে বাজার কমিটি জানান, পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্থ দোকানগুলোতে ব্যাপক মালপত্র ছিল। আগুনে পুড়ে যাওয়ায় ব্যবসায়ী ও দোকান মালিকরা নিঃস্ব হয়ে গেছেন। রাজাপুর ফায়ার সার্ভিস জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্হলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনায় আশপাশের দোকানগুলো রক্ষা পেয়েছে।রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পরিদর্শনকালে মোঃ সোহাগ হাওলাদার জানান, আগামীকাল বৃহস্পতিবার বিকেলে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরন করা হবে।
রাজাপুর হাসপাতালে আগুনে দগ্ধ মজিদ কে ভর্তি করা হয়েছে।এছাড়াও ১০ জন আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে আহত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।