মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মোদি-ভাগবতের উপস্থিতিতে অযোধ্যায় হলো রামমন্দিরের ভ‚মি প‚জা। মন্দিরের জন্য রূপার ইট গাঁথলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে হনুমাগড়ি মন্দিরে প‚জা দেন তিনি। রামলালার সামনে ষাষ্টাঙ্গে প্রণাম করতে দেখা যায় মোদিকে। ম‚ল মঞ্চে প্রধানমন্ত্রী ছাড়াও রয়েছেন আরএসএস প্রধান মোহন ভগবত, রামমন্দির তীর্থ ক্ষেত্র ট্রাস্টের প্রধান নিত্যগোপাল দাস, উত্তরপ্রদেশের রাজ্যপাল অনন্দীবেন প্যাটেল ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ‘শ্রী রাম জন্মভ‚মি মন্দির’ পোস্টাল স্ট্যাম্পের স‚চনা করবেন প্রধানমন্ত্রী। এরপর ভাষণ দেয়ার কথা রয়েছে তার। হলুদ রঙে সাজানো হয়েছে গোটা শহরকে। হলুদ রংকে শুভ হিসেবে মানা হয়। আর সে কারণেই হলুদে সয়লাব অযোধ্যা। মহামারির কারণে স্বাস্থ্যবিধি বজায় রেখেই সম্প‚র্ণ অনুষ্ঠান সাজানো হয়েছে বলে জানানো হয়েছে। আমন্ত্রিতদের বসার আসনের মধ্যে ছয় ফুটের দ‚রত্ব বজায় রাখা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভ‚মি প‚জায় আমন্ত্রিত অতিথি ছাড়া অন্যকাউকে অযোধ্যায় প্রবেশ না করতে অনুরোধ জানিয়েছেন যোগী আদিত্যনাথ। যে জমিতে রাম মন্দির নির্মিত হচ্ছে তা নিয়ে কয়েক দশক ধরে হিন্দু ও মুসলমানদের বিরোধ ছিল। ১৯৯২ সালে উগ্র হিন্দুত্ববাদীরা জমিটিতে থাকা ষোড়শ শতকের বাবরি মসজিদ ভেঙেও ফেলে। জমির মালিকানা নিয়ে কয়েক দশকের বিরোধ শেষে গত বছর ভারতের সুপ্রিম কোর্ট জমিটিতে রামমন্দির নির্মাণে সবুজ সংকেত দেয়। ইন্ডিয়ান এক্সপ্রেস, টিওআই, এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।