মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বছর ঘুরলেও অপেক্ষমাণ ‘নিখোঁজ’ কাশ্মীরিদের স্বজনরা।২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর ভারত সরকার কয়েক হাজার মানুষকে আটক করে। ১ বছর সময়ের মধ্যে এদের কারও কারও বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ আনা হয়েছে। -বিবিসি
আবার কারও কারও আটকের কথা স্বীকারই করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা যায়, ২০১৯ সালের ৬ আগস্ট দরজায় আঘাতের শব্দ শুনতে পান তামলিমা ওয়ানি । তিনি বলেন, জয়েন্ট সিকিউরিটি ফোর্সের একটি দল চিৎকার করে আমাকে দরজা খুলে দিতে বলে। আমি খুবই ভয় পেয়েছিলাম। তারা আমাকে ভেতরে পাঠিয়ে দেয়। এরপর আমার দুই ছেলেকে উঠোনে নিয়ে ১৫ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করে চলে যায়। কিছুক্ষণের মধ্যে দলটি আবারও ফিরে আসে এবং ওয়ানির বড় ছেলে নাদিমকে ডেকে বলে প্রতিবেশীর বাড়ি দেখিয়ে দিতে।
১৯ বছর বয়সী ছেলেটাকে থানায় নিয়ে আটক দেখানো হয়। এরপর তাকে হাজার কিলোমিটার দূরে উত্তর প্রদেশের এক জেলে বদলী করা হয়। পুলিশ বলছে, নাদিম বিদ্রোহী একটি গ্রুপের ওভার গ্রাউন্ড কর্মী। অর্থাৎ সে অস্ত্রধারী বিদ্রোহী নয়, তবে বিদ্রোহীদের সমর্থন ও সহযোগিতা করে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এই ধরনের ঘটনা কয়েক হাজার। বিনা ওয়ারেন্টে আটককৃতদের কোনও বিচার হচ্ছে না। রাখা হয়েছে এতো দূরের রাজ্যে যেখানে গিয়ে আত্মীয়রা খোঁজও নিতে পারছেন না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।