Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প এইচ-১বি ভিসার নতুন নির্বাহী আদেশে সই করেছেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২০, ১:৫৬ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার নতুন নির্বাহী আদেশে সই করেছেনে। এর ফলে বিপাকে পড়বেন ভারত ও চীনের প্রযুক্তি কর্মীরা । মার্কিন প্রযুক্তি সংস্থাগুলো যাতে চাইলেই যখন তখন বিদেশি কর্মীদের নিয়োগ করতে না পারে, তাই এইচ -১বি ভিসার মারফত নিয়োগে নিষেধাজ্ঞা জারি করে নতুন নির্দেশে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট। -এনডিটিভি, ফক্স

গত ২৩ জুন ট্রাম্প প্রশাসন অবশ্য চলতি বছরের শেষ পর্যন্ত এই ভিসা স্থগিত করার কথা ঘোষণা করে। মার্কিন প্রযুক্তি সংস্থাগুলো ভারত ও চীনের মতো দেশগুলো থেকে প্রতি বছর হাজার হাজার কর্মচারী নিয়োগের জন্য এই ভিসার উপরেই নির্ভর করে। ট্রাম্প হোয়াইট হাউজের ওভাল অফিস থেকে সাংবাদিকদের উদ্দেশে বলেন, যাতে আমেরিকানরাই যুক্তরাষ্ট্রে ভালোভাবে বাস করতে পারেন তা নিশ্চিত করার জন্য আজ আমি একটি নির্দেশনামায় স্বাক্ষর করছি।

হোয়াইট হাউসের ভাষ্যমতে, ট্রাম্পের এই পদক্ষেপ নিয়োগকর্তাদের এইচ -১ বি ভিসার অপব্যবহার ঠেকাবে। যোগ্য মার্কিন কর্মীদের বদলে বিদেশ থেকে সস্তায় কর্মী নিয়ে আসার জন্য মোটেই এই ভিসার অনুমোদন করা হয়নি । প্রসঙ্গত, এইচ- ১ বি ভিসার মাধ্যমে ভারত থেকে প্রায় ৭০ শতাংশ কর্মী নিয়োগ করে কাজ চালাতো মার্কিন সংস্থাগুলো, ফলে বহু মার্কিনি যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ পেতেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ