মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হারিকেন ইসাইয়াসার তাণ্ডবে মার্কিন যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। আর এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘর-বাড়ী, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা। হারিকেনের তাণ্ডবে সাময়িকভাবে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।
আমেরিকার নর্থ ক্যারোলিনা থেকে নিউইয়র্ক পর্যন্ত ভয়াবহ তাণ্ডব চালিয়েছে হারিকেন ইসাইয়াস। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছে। এদের মধ্যে দুজন নর্থ ক্যারোলিনা এবং অপর দুজন নিউইয়র্কে।
এছাড়া আহত হয়েছে অসংখ্য মানুষ, বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়িসহ বিভিন্ন ধরনের স্থাপনা। খবর বিবিসি’র।
ঝড়টি সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১০মিনিটে প্রথমে নর্থ ক্যারোলিনার দক্ষিণাঞ্চলের আঘাত হানে বলে জানিয়েছে আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গত সপ্তাহে আঘাত হেনে দু’জনের প্রাণ কেড়ে নেওয়ার পর ইসাইয়াস ক্যাটাগরি ওয়ান হারিকেনে পরিণত হয়েছিল।
নতুন করে শক্তি অর্জন করার পর এটি ঘণ্টায় ১৪০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে নর্থ ক্যারোলিনায় আঘাত হানে। এরপর এটি সাউথ ক্যারোলিনা হয়ে নিউইয়র্কের ওপর দিয়ে বয়ে যায়।
ইসাইয়াসের প্রভাবে ব্রজপাতসহ প্রচণ্ড বৃষ্টি, সেই সঙ্গে বইতে থাকে দমকা হওয়া।
বৃষ্টির কারণে দুই ক্যারোলিনার পূর্বাঞ্চলের নদীগুলোর পানি বেড়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এছাড়া নিউয়র্কের অনেক এলাকাও আকস্মিক বন্যায় ডুবে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।