Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজেপি কর্মীদের আইএসে যোগদানের প্রচারণা : গ্রেপ্তার ৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২০, ৯:২০ পিএম

কথিত ইসলামিক স্টেট-আইএসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে ভারতের আসাম রাজ্যের পুলিশ। পরে জানা গেছে, আটক ছয়জনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির সদস্য। একাধিক জায়গায় আইএসের পতাকা লাগিয়ে জঙ্গিগোষ্ঠীতে যোগদানের জন্য এলাকাবাসীকে প্রভাবিত করার অভিযোগ রয়েছে এই ছয়জনের বিরুদ্ধে। -সংবাদ প্রতিদিন

গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে তাদের সঙ্গে আইএস-যোগের বিষয়টি নিশ্চিত হতে চাইছে পুলিশ। এছাড়া আইএসের হয়ে তারা কী কাজ করত- এসব প্রশ্নের জবাব পেতে চাইছে পুলিশ। জানা গেছে, গত ২ মে গোলপাড়া জেলায় আইএসের ছয়টি পতাকা দেখতে পেয়েছিল স্থানীয়রা। তার ঠিক একদিন পরেই ৩ মে কোইহাটা এলাকায় একটি মাঠের পাশে গাছে লাগান থাকতে দেখা যায় আইএসের পতাকা। প্রতিটি পতাকাতেই লেখা ছিল ‘আইএসে যোগ দাও’। এর পরেই নড়েচড়ে বসেছিল প্রশাসন। ঘটনাস্থল থেকে পতাকাগুলো খুলে ঘটনার তদন্ত শুরু করেছিল পুলিশ। সেই তদন্তের সূত্র ধরেই ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৭ মে নলবাড়ির বেলসোর এলাকা থেকে এদের পাকড়াও করেছিল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে গ্রেপ্তারকৃতরা হলো- তপন বর্মণ, দীপজ্যোতী টাকুরিয়া, সরজজ্যোতী বৈশ্য, পুলক বর্মণ, মোজামিল আলি ও মুন আলি। এরা প্রত্যেকেই স্থানীয় বিজেপির সদস্য। এদের মধ্যে ধৃত তপন বর্মণ কংগ্রেসের সাবেক কাউন্সিলর। বর্তমানে দল বদল করে বিজেপির জেলা কমিটির সদস্য।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ৩০ জুলাই, ২০২০, ১১:৩৫ পিএম says : 0
    খবরটা পড়ার পর বিষয়টা কেমন যেন ঘোলাটে মনে হচ্ছে। নিন্দুকেরা বলছেন, এটা একটা বিরাট ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। বিজিপি যাদেরকে টার্গেট করেছেন তাদেরকে এখন ধরপাকড় শুরু করবেন বলে নিন্দুকদের মন্তব্য। আল্লাহ্‌ ভারতে বিজিপি ধর্ম নিয়ে যে খেলা শুরু করেছে সেটা বন্ধ করার ব্যাবস্থা নিন। আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ