মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সামাজিক যোগাযোগ মাধ্যম (সোশ্যাল মিডিয়া) নিয়ন্ত্রণে সরকারকে অঢেল ক্ষমতা দিয়ে আইন পাস হয়েছে তুরস্কে। বুধবার পাস হওয়া আইনটিতে ফেসবুক, টুইটার ও ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়াগুলোকে তুরস্কে কার্যালয় খোলার নির্দেশ দেয়া হয়েছে। এ নির্দেশ অমান্য করা হলে, সাইটগুলোর ব্যান্ডিউইথ ধীরগতির করে দেয়া ও অনেকাংশে বন্ধ করে দেয়াসহ কঠোর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। মানবাধিকারকর্মীরা বলছেন, নতুন এ পদক্ষেপ দেশটিতে জনমত প্রকাশ ব্যাপক আকারে সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে। এ খবর দিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। নতুন আইনটি উদ্ধৃত করে খবরে বলা হয়, তুরস্কে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর কার্যালয় সরকারের দাবি মেনে চলতে বাধ্য থাকবে। সরকারি নির্দেশনায় যেকোন কনটেন্ট সরিয়ে ফেলতে হবে তাদের। কোনো নির্দেশনা কার্যকর করতে তাদের হাতে সময় থাকবে ৪৮ ঘণ্টা। নির্দেশনা মানতে ব্যর্থ হলে প্ল্যাটফর্মগুলোকে ৭ লাখ ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে। আইনটি আগামী ১লা অক্টোবর থেকে কার্যকর হবে। আইনটি অনুসারে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে তুরস্কের ভেতরেই উপাত্ত সংরক্ষণ করতে হবে। নিউ ইয়র্ক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।