মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নেপালে ভারী বৃষ্টিপাতে ভূমিধসের ঘটনায় প্রত্যন্ত এক গ্রামে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এদের নিয়ে এ পর্যন্ত নেপালে বন্যা ও ভূমিধসে মোট মৃত্যুর সংখ্যা ১৬০ জনে দাঁড়িয়েছে। বুধবার দেশটির একজন সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী কাঠমান্ডু থেকে ৪৩০ কিলোমিটার উত্তরপশ্চিমে প্রত্যন্ত নরাহরিনাথ গ্রামে মঙ্গলবার গভীর রাতে ভূমিধসের ঘটনা ঘটে। এতে ঘুমের মধ্যেই এক পরিবারের ৭ জন নিহত হন। এদের মধ্যে তিনটি শিশু ও তিন জন নারী রয়েছেন। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মুরারি ওয়াস্তি জানিয়েছেন, একই গ্রামে দ্বিতীয় ভূমিধসে অপর একটি বাড়ি চাপা পড়ে আরো ২ জন নিহত হয়েছেন। ভূমিধসের পর ওই পরিবারের আরো ৩ সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি। দেশটিতে বন্যা ও ভূমিধসের বিভিন্ন ঘটনায় এখন পর্যন্ত ৫৮ জন নিখোঁজ ও ৮৭ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। দক্ষিণ এশিয়ায় মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল বিরাজ করে। এ সময় নেপালে নিয়মিতভাবেই বন্যা ও ভূমিধসের মতো ঘটনা ঘটে থাকে। নেপাল সংলগ্ন ভারতের বিহার রাজ্যে প্রায় ৩০ লাখ লোক বন্যার কবলে পড়েছেন। এখানে এ পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।