মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার জাতীয় স্তরের নারী ক্রীড়াবিদ এলেনা রুখলাইডাকে তার প্রাক্তন স্বামী একটি ডেটে নিয়ে যেতে চাইলে সে রাজি না হওয়ায় তাকে একটি ব্যাগে ভরে টেনে নিয়ে যান। পরে জঙ্গলে নিয়ে ডেট করে আবার ছেড়েও দেন। এ ঘটনা সিসিটিভি ফুটেজে দেখে হতবাক পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ইয়ারোস্লাভ ফকিন নামে ওই ব্যক্তি ইলিনাকে একটি স্পোর্টস কিটের ব্যাগে ভরে নিয়ে গিয়েছে ডেটে। জোর করে জঙ্গলের মধ্যে তাকে নিয়ে গিয়ে ব্যাগ থেকে বের করেছেন। তারপর ফুল দিয়েছেন এবং ছেড়ে দিয়েছেন। কিন্তু গোটা ঘটনায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে ইলিনার মধ্যে। আর হবে নাই বা কেন! ডেটে যেতে চাননি বলে তাকে এভাবে অপহরণের কায়দায় ডেটে নিয়ে যাওয়া হবে, এটা তো তিনি ভাবতেই পারেননি। কোনওভাবে স্বামীর হাত থেকে মুক্তি পাওয়ার পর পুলিশকে ইলিনা জানিয়েছেন, তার প্রাক্তন স্বামী কয়েকদিন আগেই হুমকি দিয়েছিল সে তাকে আস্তে আস্তে মেরে ফেলবে। সেই কারণেই হঠাৎ সেদিন চড়াও হওয়ার পর খুব ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। মিরর ইউকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।