মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে লকড করা হয়েছে। কোভিড-১৯ নিয়ে ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানোর কারণে কোম্পানির নীতিমালা ভঙ্গ হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে টুইটার। অফিসিয়ালি না জানানো হলেও টুইটারের এক শীর্ষ কর্মকর্তা ডেইলি মেইলকে বলেন, আমেরিকার নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত এ আইডি লকড থাকবে। খবর এনগ্যাজেট।
এছাড়া রিপাবলিকান স্ট্রাটেজিস্ট অ্যান্ড্রেও সুরাবিয়ান টুইটারে ট্রাম্প যে মেসেজ পেয়েছেন সেটি স্ক্রিনশর্ট শেয়ার করেছেন। প্রশ্নবিদ্ধ টুইটটি মুছে না ফেলা পর্যন্ত ট্রাম্প কোনো টুইট, রিটুইট, ফলো কিংবা লাইক করতে পারবেন না।
অফিসিয়ালি টুইটারের পক্ষ থেকে বলা হয়েছে,তিন মাসের জন্য এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। তবে টুইটটি মুছে ফেলা হলে অ্যাকাউন্টটি অনলকড করার ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিতে পারে কর্তৃপক্ষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।