বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের কামাখ্যা নামকস্থান থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
বুধবার সকালে বঙ্গবন্ধুসেতু স্টেশন মাস্টার লাশ উদ্ধার করে টাঙ্গাইল পুলিশ ফাঁড়িতে প্রেরণ করেন। নিহত শিপন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঘোষের পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে শিপন। সে মানসিক ভারসাম্যহীন।
স্থানীয়রা জানায়, ভোরে উপজেলার কামাখ্যা মোড়ের পাশে একটি লাশ দেখতে পেয়ে কালিহাতী থানায় জানানো হয়। পরে বঙ্গবন্ধুসেতু স্টেশন মাস্টার এসে সকাল ১০টায় লাশ উদ্ধার করে নিয়ে যায়।
কালিহাতী থানা অফিসার ইনচার্জ হাসান আল মামুন বলেন, স্থানীয়রা আমাকে মুঠোফোনে জানায়। পরে বিষয়টি নিশ্চিত হয়ে লাশটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি।
টাঙ্গাইল পুলিশ ফাঁড়ির আইসি মোঃ আব্দুল ছবুর জানায়, আমরা লাশটি উদ্ধার করেছি। লাশের পাশ থেকে একটি চেয়ারম্যান সনদ ও আইডি কার্ড পাওয়া যায়। পরে সনদ ও আইডি কার্ড থেকে নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে আইনী প্রত্রিয়া শেষে লাশটি হস্তান্তর করা হবে।
অপরদিকে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, শিপন মানসিক ভারসাম্যহীন। আমি তাঁকে ব্যক্তিগতভাবে চিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।