মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হিন্দুদের দুর্গার ছবিকে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর। আর তা নিয়ে নেট দুনিয়া সরগরম। শেষ পর্যন্ত সে বিতর্ক চাপা দিতে ক্ষমা চাইতে হলো নেতানিয়াহুর ছেলে ইয়াইরকে।
এনডিটিভি ইন্ডিয়ার বরাতে জানা যায়, ইসরায়েলি আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলা চলমান। তার ছেলে ইয়াইর বরাবরই বাবার আদর্শ ও বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে বেড়ান। সেই প্রচার করতে গিয়েই নেতানিয়াহুর উকিল লিয়াত বেন আরিকে সনাতন ধর্মীয় দেবি দূর্গার সঙ্গে তুলনা করেন। এক টুইটে তিনি দূর্গার মুখের জায়গায় লিয়াত বেন আরিকের মুখ বসিয়েছেন। এটি দেখেই চটে গেছে ভারতীয়রা।
ঘটনাটি ঘটে গত রোববার। সেদিনই নিজের ট্যুইটারে আইনজীবী লিয়াত বেন আরিকের মুখ বসানো দেবী দুর্গার ছবি পোস্ট করেন ইয়াইর। লিয়াতের মুখে বসানো দেবীর ওই ছবিতে ১০টি হাতের ভঙ্গিমাতেও অশ্লীল ইঙ্গিত ছিল। যা দেখে স্বভাবতই ক্ষুব্ধ হয়ে ওঠে ভারতীয়রা। ইয়াইরের নিন্দা শুরু হয়ে যায় সারা ভারতজুড়ে।
এরপরই বিষয়টি বুঝতে পেরে ভারতীয়দের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে ইয়াইর আরেকটি টুইটে বলেন, আমি সবসময় হাস্যরসাত্মক টুইট করি। মাঝে মাঝে ইসরায়েলের রাজনৈতিক নেতাদের নিয়ে মজা করতে বিভিন্ন টুইট দেই। লিয়াত বেন আরিককে নিয়ে দেয়া টুইটটিও আমি মজার ছলেই দিয়েছিলাম।
ইয়াইর আরো বলেন, আমি বুঝতে পারিনি হিন্দুদের দেবি নিয়ে আমি ঠাট্টা করেছি। ভারতীয়দের কমেন্ট পড়ে বিষয়টি বুঝতে পারি। সেই টুইটটি সরিয়ে ফেলেছি এবং এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। এর আগেও ইয়াইর সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছেন। চলতি জুলাইয়ের শুরুতে নেতানিয়াহু পুত্র ইসরায়েলি সাংবাদিক ডানা উইসকে নিয়ে বিতর্কিত এক টুইটের কারণে ক্ষমা প্রার্থনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।