পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বন্যা দুর্গতদের কষ্ট লাঘবে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। গতকাল মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এক সমন্বয় সভায় এ আহবান জানান তিনি।
প্রধানমন্ত্রী কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, আশ্রয়কেন্দ্র, উদ্ধার তৎপরতা, কৃষিখাত, মৎস্য ও প্রাণিসম্পদ ইত্যাদি খাতের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। সভায় আরও উপস্থিত ছিলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, খাদ্য মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক।
সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বন্যা দুর্গত জেলাগুলোর ত্রাণ ও উদ্ধার তৎপরতা, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, যাতায়াত ও যোগাযোগব্যবস্থা সচল রাখা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ/ নদীভাঙন, স্বাস্থ্যসেবা, পণ্য পরিবহণ, ত্রাণ বিতরণ খাদ্য মজুতসহ সামগ্রিক বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ এবং এ সব খাতে পুনর্বাসন ও প্রণোদনা দিতে যে নির্দেশনা দিয়েছেন তা দ্রুততার সাথে বাস্তবায়নেরও আহবান করেন তিনি।
মুখ্য সচিব বলেন, ঈদুল আজহার ছুটিকালে যদি বন্যা পরিস্থিতির আরও অবনতি হয় সে বিষয়ে সার্বিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে।
জাইকা করোনা সুরক্ষা সামগ্রী দিলো ডিএনসিসিকে
স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বেশকিছু করোনা সুরক্ষা সামগ্রী দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। গতকাল নগর ভবনে মেয়র আতিকুল ইসলামের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি হায়াকাওয়া ইউহো।
সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ১৯০টি পিপিই গাউন, ১৯০ জোড়া গামবুট, ১৯০টি গগলস, ৭৯০ জোড়া গ্লাভস, ৪০টি হ্যান্ড স্যানিটাইজার, ১৪ হাজার ৭০০টি মাস্ক, ৩৯টি থার্মোমিটার, ৩৮টি লিকুইড সাবান ও ১৯০টি ব্যাগ। সুরক্ষা সামগ্রী হস্তান্তরকালে মেয়র আতিকুল ইসলাম বলেন, জাপান ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধু। জাইকা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। করোনাকালে জাইকা থেকে পাওয়া এ সব সামগ্রী পরিচ্ছন্নতা কর্মীদের কাজে সুরক্ষা প্রদান করবে। সুরক্ষা সামগ্রী হস্তান্তরকালে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এম সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।