Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থের কাছে বিক্রি হবে না হামাস : হানিয়া

ফিলিস্তিনের ৯ এমপি আটক রয়েছে ইসরাইলে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২০, ১২:০২ এএম

বেশ কয়েকজন সিনিয়র আইন প্রণেতাকে আটকের পর এবার ফিলিস্তিনের দুই মন্ত্রীকে আটক করেছে ইসরাইল। এমন সংবাদই প্রকাশ করেছে লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল-আহাদ। পত্রিকাটি জানায়, রোববার পশ্চিম তীরের আল-খলিল (হেবরন) শহরে একদল ইসরাইলি সেনা হানা দেয়। এ সময় ফিলিস্তিনের দুই এমপিকে গ্রেফতার করা হয়। এবার আটককৃত ফিলিস্তিনি এমপিরা হলেন হাতাম কাফিশা ও নায়েফ রাজুব। তারা ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে বিভিন্ন সময় মুখ খুলেছিলেন। বর্তমানে এ নিয়ে ইসরাইলের কারাগারে ফিলিস্তিনের ৯ জন এমপি আটক রয়েছেন। বিশ্লেষকদের মতে, ইসরাইলি বাহিনী প্রায় প্রতিদিনই ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে হানা দিয়ে নিরস্ত্র ফিলিস্তিনিদের আটক করছে। অপর দিকে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস কোনও অর্থের কাছে বিক্রি হবে না বলে মন্তব্য করেছেন দলটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। কাতারের আল-লুসাইল পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার সংগঠন অস্ত্র সমর্পণের শর্তে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে উন্নয়ন তহবিল হিসেবে দেড় হাজার কোটি ডলার গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কাতারের আল-লুসাইল পত্রিকাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সোমবার তার পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে হামাস প্রধান বলেন, “দুই মাস আগে কয়েকটি দল আমাদের কাছে এসেছিল যারা বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর কাছ থেকে অর্থ নিয়ে থাকে। আল-লুসাইল,পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ