Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাস্ক না পড়ায় ছাগল গ্রেপ্তার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ১০:৩১ এএম

ভারত একটি জনবহুল দেশ। আর সেখানে বিচিত্র নানা ধরণে ঘটনা প্রায় ঘটে থাকে। আর সে সব ঘটনা সংবাদের শিরোনামে পরিণত হয়। এবার পুলিশ একটি অবলা প্রাণী ছাগলকে গ্রেপ্তার করে থানায় বন্দি করে সংবাদরে শিরোনা হয়েছে।

এদিকে ভারতে অন্যান্য দেশের মতো ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যে করোনা রোধে দেশটির কেন্দ্রীয় সরকার এবং একাধিক রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রয়েছে প্রশাসনের কড়া নজরদারি।

ভারতে বিনা কারণে কোন ব্যক্তি বাইরে বেরোলে জুটছে শাস্তি এমনকি কারাবাস। আর এবারে কানপুরে মাস্ক না পরে বাইরে ঘোরার জন্য পুলিশ গ্রেফতার করল এক ছাগলকে। ঘটনাটি ঘটেছে ভারতের কানপুরের বেকনগঞ্জ এলাকাতে।

ভারতীয় মিডিয়া বলছে, ওই এলাকাতে একটি ছাগল বিনা মাস্কে ঘুরে বেড়ানোর কারণে গ্রেফতার করে কানপুর পুলিশ। ইতিমধ্যে বিষয়টি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। গ্রেফতার করে পুলিশ জিপে করে ওই ছাগলটিকে নিয়ে গিয়েছিল থানাতে।
খবর পেয়ে ছাগলটির মালিক থানাতে অনুরোধ করে ছাগলটি ছাড়িয়ে আনেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে তাকেও কড়া ধমক দেওয়া হয় বলে জানা গেছে। যাতে আর ওই ছাগল বাইরে না ঘুরে বেড়ায় তা নিয়ে ওই ছাগলের মালিককে সতর্ক কড়া হয়েছে। সূত্র : কলকাতা ২৪x৭।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ