Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরাকে মার্কিন ঘাঁটিতে আবার রকেট হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ৯:৩৪ এএম

ইরাকের তাজি সামরিক ঘাঁটিতে গতকাল (সোমবার) নতুন করে রকেট হামলা হয়েছে। এ ঘাঁটিতে দীর্ঘদিন ধরে মার্কিন সেনারা অবস্থান করে এবং এর আগেও সেখানে বেশ কয়েকবার রকেট হামলা হয়েছে।

ইরাকের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল তিনটি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয় তবে কোনো হতাহতের ঘটনা ঘটে নি। শুধুমাত্র সরঞ্জামাদির ক্ষয়ক্ষতি হয়েছে।

মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক বাহিনী এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে যে, তাজি ঘাঁটিতে অন্তত তিনটি রকেট আঘাত হেনেছে। জোট সেনাদের বিবৃতিতে বলা হয়েছে, রকেট হামলায় ইরাকের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

এদিকে, ইরাকের সালাউদ্দিন প্রদেশের তিকরিত এয়ার একাডেমিতে গতকাল সন্ধ্যায় দুই দফা বিস্ফোরণ ঘটেছে। ইরাকি সামরিক বাহিনী জানিয়েছে, বিস্ফোরণের পর ঘাঁটিতে আগুন ধরে যায় তবে কোনো হতাহতের ঘটনা ঘটে নি। তিকরিত এয়ার অ্যাক্যাডেমি বহুদিন আগে মার্কিন সামরিক বাহিনী দখল করেছে এবং এর বর্তমান নাম ক্যাম্প স্পাইসার।

সূত্র: পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ