মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়াকে ১০ লাখ ডলার মূল্যের চিকিৎসা সামগ্রী সাহায্য হিসেবে পাঠিয়েছে ভারত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুরোধেই এই সাহায্য পাঠানো হয়েছে বলে শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, লাদাখ সীমান্তে চীনের কাছে শক্ত ধাক্কা খাওয়ায় ভারত এখন উপায় না পেয়ে উত্তর কোরিয়াকে পাশে পাওয়ার চেষ্টা করছে। এ কারণেই, সাহায্য পাঠানোর মাধ্যমে উত্তর কোরিয়াকে তোষামোদ শুরু করেছে মোদি সরকার।
চীনের সাথে উত্তর কোরিয়ার সম্পর্ক বরাবরই ভালো। তবে, ভারতের সাথে উত্তর কোরিয়ার সম্পর্ক আগে ভাল থাকলেও গত কয়েক বছর ধরে তার অবনতি হয়েছে। ভারতের দীর্ঘদিনের অভিযোগ, চীনের মাধ্যমে পাকিস্তানকে পরমাণু প্রযুক্তি বিক্রি করে উত্তর কোরিয়া। সে কারণেই কিমের পরমাণু অস্ত্র পরীক্ষা নিরীক্ষা চলাকালীন জাতিসংঘের তরফে নিষেধাজ্ঞা জারি করা নিয়ে যে ভোটাভুটি হয়েছিল, সেখানে উত্তর কোরিয়ার বিরুদ্ধেই ভোট দিয়েছিল ভারত। এরপর থেকেই দুই দেশের সম্পর্কে অবনতি হয়। ২০১৮ সালে ভারতের পররাষ্ট্রপ্রতিমন্ত্রী জেনারেল ভি কে সিংহ উত্তর কোরিয়া সফরে যান। এরপরে আর দুই দেশের মধ্যে তেমন কোন কূটনৈতিক যোগাযোগ দেখা যায়নি।
শনিবার পিয়ংইয়ংয়ের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘ডেমোক্র্যাটিক পিপল’স রিপাবলিক অব কোরিয়ায় ওষুধ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ভারতের কাছে বিষয়টি স্পর্শকাতর। মানবিকতার খাতিরে ভারত ১০ লাখ ডলার মূল্যের যক্ষ্মার ওষুধ সাহায্য হিসেবে দিচ্ছে তাদের।’ কূটনীতিকদের মতে, উত্তর কোরিয়ার বন্ধু-দেশ চীনকে বিশেষ বার্তা দিতেই দিল্লির এই পদক্ষেপ। মোদির ব্যর্থ পররাষ্ট্রনীতির কারণে প্রায় সব প্রতিবেশী দেশের সাথেই সম্পর্ক খারাপ হয়েছে ভারতের। এখন চীনের কাছে জমি হারিয়ে বিপাকে পড়ে গিয়েছে তারা। ফলে, উপায় না পেয়ে এখন উত্তর কোরিয়ার সমর্থন পাওয়ার চেষ্টা করছে ভারত। সূত্র: দ্য উইক, রিপাবলিক ওয়ার্ল্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।