মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের দক্ষিণাঞ্চলে হারিকেন হানা আছড়ে পড়েছে। এরইমধ্যে এই ঘূর্ণিঝড়কে প্রাণঘাতী বলে সতর্কবার্তা জারি করেছে কতৃপক্ষ।
হানা শনিবার টেক্সাসের পাদ্রে দ্বীপে আঘাত হানে। হ্যারিকেনটি ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিবেগে আঘাত হেনেছে। এরই মধ্যে ৩২টি কাউন্টিতে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করেছেনটেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট । তিনি বলছেন, করোনার সংকটজনক পরিস্থিতিতে জরুরি সেবার কার্যক্রম পরিচালনা করা জটিল হতে পারে।
হিউস্টন ক্রনিকলের খবরে বলা হয়েছে, ঝড়টি হিউস্টনের বেশিরভাগ অংশেই আঘাত হানবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টুইট বার্তায় জানিয়েছেন যে, তার প্রশাসন গভীরভাবে এই হারিকেনটিকে পর্যবেক্ষণ করছে। ঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দাদের জরুরী উপদেশ মেনে চলার কথা বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।