Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন বিজ্ঞাপন শিশির ও রূপা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২০, ১১:১৭ এএম

বিজ্ঞাপন নির্মাতা ও নাট্য পরিচালক সেলিম রেজা নতুন একটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন।দাম্পত্য জীবন নিয়ে নির্মিত এ বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন অভিনেতা শিশির আহমেদ ও সাবরিন সুলতানা রূপা। ‘সুপার স্পীডি ব্লাক হেয়ার শ্যাম্পু’ শিরোনামের এ বিজ্ঞাপনটি রাজধানীর একটি হাউজে শুটিং শেষ করে সম্পাদনার টেবিলে রয়েছে। শিশির বলেন, সেলিম রেজা ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ। তিনি অনেক গুণী নির্মাতা। আমার কাছে মনে হয়েছে, কাজটি আমার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। সেলিম রেজা বলেন, এটাকে বিজ্ঞাপন বললে ভুল বলা হবে। কারণ কয়েক সেকেন্ডের স্ক্রিনে একটি পূর্ণাঙ্গ গল্প তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, বিজ্ঞাপনটি সবার ভাল লাগবে। দুজন মডেলই খুব আন্তরিকতা নিয়ে কাজ করেছেন। বিশেষ করে শিশির অনেক ভালো অভিনেতা। আমার বিশ^াস, সে একদিন অনেক বড় মাপের অভিনেতা হবে। এ্যাড-এশিয়া বিজ্ঞাপনী সংস্থার ব্যানারে নির্মিত সুপার স্পীডি ব্লাক হেয়ার শ্যাম্পু বিজ্ঞাপন চিত্র এবারের ঈদে সবগুলো স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজ্ঞাপন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ