মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্টের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে পুরোপুরি দায়ী করেছেন চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শুক্রবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসের সাথে এক ভিডিও আলোচনায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, চীনের উন্নয়ন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে যুক্তরাষ্ট্র সবকিছু করতেই প্রস্তুত। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে চীনবিরোধী কিছু শক্তি ইচ্ছাকৃতভাবে মতাদর্শগত দ্বন্দ্বকে জোরালো করে তুলেছে। সেই সাথে মার্কিন স্বার্থে প্রকাশ্যে অন্যান্য দেশকে যুক্তরাষ্ট্রের কাছে টানার চেষ্টা করছে এবং চীনের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে। ওয়াং বলেন, ‘কিন্তু বিবেকবান ও স্বাধীন সত্তার কোনো দেশ যুক্তরাষ্ট্রের এ উদ্যোগের সাথে সামিল হতে পারে না।’ চীন আমেরিকার সাথে কোনো ধরনের দ্ব›দ্ব-সংঘাতে যেতে চায় না, পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতাম‚লক মনোভাব নিয়ে এগিয়ে যেতে চায় উল্লেখ করে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন তার জাতীয় সার্বভৌমত্ব এবং মর্যাদা, উন্নয়নের বৈধ অধিকার, পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার মৌলিক নিয়মাবলিকে দৃঢ়ভাবে বহাল রাখবে। চীন-জার্মানি সম্পর্কের ব্যাপারে ওয়াং বলেন, রাজনৈতিক ঐক্য জোরদারে উভয়কেই এগিয়ে আসতে হবে। বিশ্বকে স্থিতিশীল রাখতে ও ধনাত্মক শক্তি বাড়াতে দুদেশের সুস্থ ও স্থিতিশীল সম্পর্কের অগ্রগতি নিশ্চিত করতে হবে। ইইউতে জার্মানির প্রেসিডেন্সির সময় চীন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করতে চায়, বলেন তিনি। সিনহুয়া এ খবর জানায়। অপরদিকে, চীনের বিরুদ্ধে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এক বক্তব্য উদ্ধৃত করে বলেন, এ ধরনের উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্য শুধু ওয়াশিংটন-বেইজিং সম্পর্ককে নয় বরং গোটা বিশ্ব ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে। পম্পেও বৃহস্পতিবার এক বক্তব্যে ইউরোপের পাশাপাশি তার ভাষায় বিশ্বের সব স্বাধীনচেতা দেশকে চীনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বিতর্কিত বক্তব্যে বিস্ময় প্রকাশ করে জাখারোভা আরো বলেন, পম্পেও প্রকৃতপক্ষে চীনের জনগণ, দেশটির সার্বভৌমত্ব ও সামাজিক-রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে অবমাননাকর ও ধৃষ্টতাম‚লক বক্তব্য দিয়েছেন। চীনের প্রতি রাশিয়ার অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন সরকার আসলে বেইজিং-এর সঙ্গে মস্কোর সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করছে। কিন্তু ওয়াশিংটনের এ প্রচেষ্টার বিপরীতে রাশিয়া চীনের সঙ্গে সম্পর্কে আগের চেয়ে বেশি শক্তিশালী করবে বলে তিনি প্রত্যয় ব্যক্তি করেন। সিনহুয়া, আরটি, পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।