মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ওষুধের দাম কমানোর লক্ষ্যে চারটি নির্বাহী আদেশ সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্প হোয়াইট হাউজে এই নির্বাহী আদেশগুলোতে সই করেন। বিশ্লেষকরা বলছেন, করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ট্রাম্প নির্বাচনের আগে জনপ্রিয়তা বাড়াতেই মার্কিনিদের হাতে কম দামে প্রেসক্রিপশন বা বৈধ ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে ট্রাম্প বলেন, চারটি আদেশে আমি আজ স্বাক্ষর করছি যেটা প্রেসক্রিপশন বা বৈধ ওষুধের বাজারকে সম্পূর্ণরূপে পুনর্গঠনে সহায়তা করবে। ট্রাম্পের এই নির্বাহী আদেশগুলোর কারণে যুক্তরাষ্ট্রে ওষুধের দামে ছাড় পাওয়া যাবে। পাশাপাশি সস্তায় বিদেশ থেকেও ওষুধ আমদানি করা যাবে। তবে ওষুধের দাম কমানোর জন্য ট্রাম্পের নির্বাহী আদেশের বিরোধিতা করে অনেকেই বলছেন, এতে যুক্তরাষ্ট্রে তেমন একটা প্রভাব পড়বে না। এ নিয়ে ফার্মাসিউটিক্যাল রিসার্চ এন্ড ম্যানুফেকচারার্স অব আমেরিকার পক্ষ থেকে বলা হয়, ট্রাম্প প্রশাসন একটি বিপজ্জনক নীতি অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য ভবিষ্যতে রোগীদের ভুগতে হবে। ওষুধের দাম কমানো নিয়ে আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানির পরিচালকদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। সিএনএন এ খবর জানায়। অপরদিকে রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রতিদ্ব›িদ্বতা করছেন দেশের অন্যতম শীর্ষ ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার দলের ধনীরাই তাকে সমর্থন দেবেন না বলে জানিয়েছেন। এমনকি তারা বিরোধী প্রার্থী ডেমোক্র্যাট দলের জো বাইডেনকে সমর্থন দিতেও উঠেপড়ে লেগেছেন। টেনেসিস অঙ্গরাজ্যের অন্যতম ধনী জিমি টোস ট্রাম্পের ৮০ ভাগ মতের সঙ্গে একমত। কিন্তু তিনি জানান, দেশের গণতন্ত্র ট্রাম্পের হাতে নিরাপদ নয় বলে তিনি সমর্থন প্রত্যাহার করেছেন। তিনি বরং ট্রাম্পকে হারাতেই কোটি কোটি ডলার ব্যয় করছেন। আর লিংকন প্রজেক্টের শীর্ষ রিপাবলিকান ধনীরাও ট্রাম্পের বিরোধিতায় নেমেছেন। এমনকি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ যাতে ডেমোক্র্যাটরা পান সেই চেষ্টাও তারা করছেন। জিমি টোস ছাড়াও ট্রাম্প বিরোধীর তালিকায় ওয়ালমার্টের উত্তরাধিকারী ক্রিস্টি ওয়ালটন, হেইজ ফান্ডের রেডলিফসহ অনেকেই রয়েছেন যারা সবাই রিপাবলিকান। সিএনএন, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।