প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : গত ঈদে তারিন ও মীর সাব্বির জুটিবদ্ধ হয়ে সর্বশেষ একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন। বেশ কয়েক মাস পর আবারো তারা দু’জন জুটিবদ্ধ হয়ে একসঙ্গে অভিনয় করেছেন। এক ঘণ্টার বিশেষ নাটকটির নাম ‘মেঘহীন ভালোবাসা’। এটি রচনা করেছেন কনা রেজা। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মেহেদী বিন আশরাফ। গত রবিবার রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘কণা রেজার লেখা নাটকের গল্প সত্যিই অসাধারণ। যথেষ্ট অভিনয় করার সুযোগ ছিলো। আমার সহশিল্পী তারিন’ তো খুব ভালো একজন বন্ধু। একজন বন্ধু হিসেবে সে অসাধারণ। পাশাপাশি একজন মানুষ হিসেবে সহজ সরল বলেই সে এতো ভালো অভিনয় করতে পারে। আমাদের দ’ুজনের আন্তরিক অভিনয় দর্শকের অনেক ভালোলাগবে-এটা আমার আত্মবিশ্বাস।’ তারিন বলেন, ‘নাটকের গল্পে নতুনত্ব আছে, পাশাপাশি অভিনয় করারও বেশ ভালো সুযোগ ছিলো। কণা রেজা চমৎকার লিখেছেন। আমি এবং সাব্বির দু’জনই চেষ্টা করেছি চিত্রনাট্য অনুযায়ী পরিচালকের মনের মতো একটি নাটকে দাঁড় করাতে। আশাকরি র্দশক মুগ্ধ হবেন। ’ আসছে ভালোবাসা দিবসে চ্যানেল আইতে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মিত হয়েছে। তারিন ও মীর সাব্বির সর্বশেষ একসঙ্গে ‘রতনে রতন চিনে’ নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন। যা গত কোরবানীর ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হয়। এদিকে তারিন প্রায় তিন বছর পর নতুন একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। পাশাপাশি তার অভিনীত নতুন ধারাবাহিক নাটক বাশার জর্জিশ পরিচালিত ‘উজান গাঙ্গের নাইয়্যা’ নিয়মিত এটিএন বাংলায় প্রচার হচ্ছে। অন্যদিকে মীর সাব্বির পরিচালিত ধারাবাহিক নাটক ‘নোয়াশাল’ দর্শকের মাঝে বেশ আলোচনায় এসেছে। আর তাই মীর সাব্বির ‘নোয়াশাল’ ধারাবাহিকটি আরো দীর্ঘ করতে চাচ্ছেন। চলতি মাসের মাঝামাঝি তিনি আবারো এ নাটকের শুটিং নিয়ে ব্যস্ত হয়ে উঠবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।