Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

বংশালে গ্যাসলাইন বিস্ফোরণে আরও এক শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২০, ১০:৪০ এএম

রাজধানীর বংশালের কসাইটুলী এলাকায় গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় জান্নাত (৪) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এর আগে তার ভাই ময়নুলেরও (১) মৃত্যু হয়। এতে দগ্ধ হয়ে তাদের বাবা-মা দুজনেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে বংশালের শামছাবাদ লেনের হাবিবুল্লাহ বাহার সড়কের জুম্মন কমিউনিটি সেন্টারের পাশে ৪৪/১ দোতলা বাড়ির নিচতলায় বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন শিশু দুটির বাবা-মা জাবেদ (৩৫) এবং শিউলি (২৫)।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম তখন জানান, গ্যাসলাইন বিস্ফোরণে পাশের ভবনটির নিচতলার দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে শিশু ময়নুলের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাতে জানান, জাবেদের শরীরের ৩০ শতাংশ, শিউলির ৭০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্যাস

৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৪ নভেম্বর, ২০২২
২৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ