Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় ভারতে একদিনে আক্রান্ত অর্ধলাখ : মৃত্যু ৭৪০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২০, ১২:৪৫ পিএম

প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তানে করোনাভাইরাসের সংক্রম হ্রাস পেলেও ভারতে তা তীব্র গতিতে বাড়ছে। বর্তমানে প্রাণঘাতী এই করোনাভাইরাসের (কভিড-১৯) পরবর্তী হটস্পটে পরিণত হয়েছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারত। দেশটিতে কেবল একদিনেই শনাক্ত হয়েছে প্রায় অর্ধ লক্ষ করোনা রোগী।

শুক্রবার সকালে প্রকাশিত ভারতের মেডিকেল বুলেটিনে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪৯ হাজার ৩১০ জন। একদিনে মৃত্যু হয়েছে আরও ৭৪০ জনের।

ভারতে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯৪৫ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৩০ হাজার ৬০১ জন।

এই সময় জানায়, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে ৯ হাজার ৮৯৫ জন আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৪৭ হাজার ৫০২ জনে। করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৫৪ জনে।

দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লাখ ৯২ হাজার ৯৬৪ জন। তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৩২ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৩৬৪। মৃতের সংখ্যা ৩ হাজার ৭৪৫ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ