Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেলিমুভি জলে কুমির ডাঙ্গায় বাঘ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২০, ১১:০০ এএম

ঈদে চ্যালেন আইতে প্রচারের জন্য নির্মিত হয়েছে টেলিমুভি ‘জলে কুমির ডাঙ্গায় বাঘ’। ফেরারী ফরহাদের গল্পে এটি নির্মাণ করেছেন রাশেদ বিপ্লব। অভিনয় করেছেন জাহিদ হাসান, ফারুক আহমেদ, স্বাধীন খশরু, সোহেল খান, ম ম মোরর্শেদ, আরমান পারভেজ মুরাদ, মুনিরা মিঠু, ঈশানা, পুতুল, লবাণী, নিশি খানসহ আরও অনেকে। এটি প্রচার হবে ঈদের দিন দুপুর ২.৩০ মিনিটে। রাশেদ বিপ্লব বলেন, গতানুগতিক গল্পের বাইরেও আমাদের অনেক গল্প আছে তেমনই একটি গল্পের টেলিমুভি ‘জলে কুমিড় ডাঙ্গায় বাঘ’। আমি চেষ্টা করেছি, এমন ভাবে গল্প বলতে যাতে দর্শক নির্মল বিনোদনের সাথে একটি ম্যাসেজ পায়। ফেরারী ফরহাদ বলেন, আমরা যারা নাট্যকার নির্মাতা আছি, প্রত্যেকেই সমাজের কাছে, দেশের কাছে দায়বদ্ধ। আমাদের সৃষ্টি দেখে দর্শক প্রভাবিত হয়। চেষ্টা করেছি, আমার এই গল্পের মধ্য দিয়ে সমাজকে কিছু দেবার আর রাশেদ বিপ্লব একজন ভাল নির্মাতা। তিনি গল্পটিকে যথাযথভাবে উপস্থাপন করেছেন। অভিনেতা জাহিদ হাসান বলেন, আমরা শিল্পীরা হচ্ছি নরম কাদামাটি। যে কারিগর যেমন বানাবে আমরা ঠিক তেমন রূপ নিবো। একটা ভালো কাজের জন্য একটি ভালো গল্পের সঠিক রূপদান করতে সঠিক নির্মাতা প্রয়োজন। এই কাজটি করতে গিয়ে আমি দেখেছি চমৎকার টিমওর্য়াকের মাধ্যমে সুন্দর একটা কাজ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ