মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীদের হামলায় উত্তর নাইজেরিয়ার একটি গ্রামের ১১ বাসিন্দা নিহত হয়েছে। অঞ্চলটিতে সর্বশেষ এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার ও গোষ্ঠীর নেতারা। তারা জানান, স্থানীয় সময় সোমবারের এ হামলার ঠিক আগের দিন দুষ্কৃতকারীরা কাছের আরেকটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে ১৮ জনকে গুলি চালিয়ে হত্যা করে। খবর এএফপি। জানগোন কাটাফ জেলার প্রশাসনিক প্রধান এলিয়াস মানজা বলেন, সন্ধ্যার পর বন্দুকধারীরা মোটরসাইকেলে করে এসে কাদুনা রাজ্যের গোরা গান গ্রামে হামলা চালায়। তারা নির্বিচারে গ্রামবাসীদের ওপর গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই গ্রামবাসী মারা যায়। গুরুতর আহত হয় আরো অন্তত ১৫ জন। হামলাকারীরা একই সঙ্গে বহু ঘর, একটি গির্জা, একটি গাড়ি ও সাতটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় গোষ্ঠীর নেতা জনাথন আসাকেও একই ধরনের হতাহতের কথা জানিয়েছেন। জনাথন আসাকে বলেন, এ হামলার পর গ্রামের কয়েকশ বাসিন্দা বাড়িঘর ছেড়ে পালিয়েছে। আমাদের ৫৫৯ জন মানুষ এখন তাদের বাড়িতে ফিরে যেতে ভয় পাচ্ছে। এ অবস্থায় তারা জোঙ্কোয়া শহরের কাছে একটি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে। নাইজেরিয়ার কাদুনা রাজ্য বহু আগে থেকেই অশান্ত হয়ে আছে। এ সংঘাতের ম‚লে রয়েছে পশুপালক মুসলিম ফুলানি স¤প্রদায় এবং খ্রিস্টান ধর্মাবলম্বী কৃষিজীবী নৃগোষ্ঠীর মানুষের মধ্যে তৃণভ‚মি ও পানির অধিকার নিয়ে বিরোধ। উভয় পক্ষকই স¤প্রতি পাল্টাপাল্টি হামলা ও হত্যাকান্ড সংঘটিত করছে। এ অবস্থায় তাদের মধ্যে শান্তি স্থাপনে এগিয়ে এলেও ব্যর্থ হতে হয়েছে দেশটির কর্তৃপক্ষকে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।