Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ লাখ ৪৫ হাজারের বেশি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২০, ৩:৪৬ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাস মহামারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুসংখ্যা ১ লাখ ৪৫ হাজারের বেশি।বলতে গেলে, কোভিড-১৯ পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। -পার্সটুডে

দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। ক্রমেই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ লাখ ৪৫ হাজার ৪১৪ জন মারা গেছে। অপরদিকে এখন পর্যন্ত কোভিডে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৬২ হাজার ৮৫৯। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তবে কোভিড থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৮ লাখ ৯৮ হাজার ১৮০ জন।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কোভিডে আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ১৯ হাজার ৫৫০। এর মধ্যে মারা গেছে কমপক্ষে ১ লাখ ৪২ হাজার ৩৫০ জন। এদিকে এসব কিছুর জন্য দায়ী করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। বিরোধী দল এটিকে ট্রাম্পের ব্যর্থতা বলেও দাবি করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ