Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বংশালে আগুনে শিশুর মৃত্যু : ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২০, ২:৩২ পিএম

গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় রাজধানীর বংশালের দগ্ধ তিনজনের অবস্থায় আশঙ্কাজনক। বিস্ফোরণের পর আগুনে পুড়ে ঘটনাস্থলেই  মাইনুদ্দিন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।

দগ্ধ তিনজন হলেন, মাইনুদ্দিনের বাবা জাবেদ মিয়া (৩০) মা শিউলি বেগম (২৫) ও তার চার বছর বয়সী বোন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে বংশাল থানার কসাইটুলি জুম্মন কমিউনিটি সেন্টারসংলগ্ন একটি বাসার নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। সকালে নাস্তা বানানো জন‌্য শিউলি বেগম আগুন জ্বালালে হঠাৎ বিস্ফোরণ হয়। এরপর আগুন লেগে চারজন দগ্ধ হয়। ঘটানাস্থলেই শিশু মাইনুদ্দিন মারা যায়। দগ্ধ তিনজনকে শেখ হাসিনা বার্ন অ‌্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মাইনুদ্দিনের লাশ মিটফোর্ড মর্গে নেওয়া হয়েছে। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ