Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগুনে স্ত্রীর মৃত্যু আশঙ্কাজনক স্বামী

জামালপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ১২:০১ এএম

জামালপুর পৌর এলাকার রশিদপুরে আগুনে পুড়ে শিপ্রা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তার স্বামী শুভ্র মিয়া (৩০) অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। আশঙ্কজনক অবস্থায় শুভ্রকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানান, গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে গ্যাস সিলিন্ডারে রান্না করার সময় পাশে থাকা পেট্রোলে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ায় স্বামী শুভ্র ও স্ত্রী শিপ্রা বেগম আটকে যায়। আগুনের তীব্রতার কারণে স্থানীয়রা চেষ্টা করেও তাদের উদ্ধার করতে পারেনি। এতে ঘটনাস্থলেই আগুনে পুড়ে শিপ্রা মারা যান। এসময় স্থানীয়রা অনেক চেষ্টার পর অগ্নিদগ্ধ শুভ্রকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস কর্মীরা সময় মতো ঘটনাস্থলে না পৌঁছায় এই হতাহতের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জামালপুরের সিনিয়র স্টেশন মাস্টার আফছার উদ্দিন জানান, গ্যাসের চুলায় রান্নার সময় পাশেই পেট্রোল ছিল। পেট্রোলের আগুনেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তিনি আরো জানান, যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছতে তাদের সামন্য দেরি হয়। তাদের কোনো গাফেলতি ছিল না। পেট্রোল আর গ্যাসের আগুনের কারণেই এই হতাহতের ঘটনা ঘটেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আশঙ্কাজনক স্বামী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ