পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
বৈশ্বিক মহামারী করোনার কারণে গণজমায়েত এড়াতে আরব আমিরাতে জুমার নামাজের মতো ঈদুল আজহার নামাজও ঘরে আদায় করতে বলা হয়েছে। তবে ঈদের দিন সকালে মসজিদে মসজিদে তাকবির প্রচারিত হবে।
সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আযহা উপলক্ষে পাবলিক ও প্রাইভেট সেক্টরে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ঈদের নামাজ জুমার নামাজের মতো বাড়িতে পড়তে বলা হয়েছে।
ঈদের ছুটি সরকারি ও প্রাইভেট সেক্টরে বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে রবিবার (২ আগস্ট) পর্যন্ত চারদিন। ৩ আগস্ট সোমবার থেকে পুনরায় কর্মদিবস শুরু হবে।
আরব আমিরাতে গত ১ জুলাই থেকে মসজিদ ও ইবাদতের ঘরগুলো ৩০ ভাগ মুসল্লি নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য খুলে দেয়া হয়েছে। করোনার কারণে বন্ধ থাকা পার্ক, বিচ, শপিং সেন্টার ও মলগুলো ইতিমধ্যে খুলে দেয়া হয়েছে। তবে গণজমায়েত এখনও পর্যন্ত বন্ধ আছে। ঈদে বা ছুটিতে গণজমায়েতসহ ফ্যামেলি গেদারিং না করার জন্য বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।