বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পবিত্র ঈদুল ফিতরের জামায়াতের জন্য প্রস্তুত মাগুরা জেলার চার উপজেলার ১৭ 'শ ঈদগাহ ময়দানসহ অনেক মসজিদ। করোনা মহামরীর কারণে দুবছর অনেক স্থানে ঈদগাহে নামাজ আদায় করতে পারেনি। ঈদগাহে ঈদের নামাজ আদায় করবে তাই দেখা দিয়েছে চাঞ্চল্য। ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে মাগুরা নোমানী ময়দান ঈদগাহ। ইতিমধ্যে সামিয়ানা টানানোর সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। এখানেই মাগুরার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮ টায় আবহাওয়া বৈরী না হলে জামাত অনুষ্ঠিত হবে বলে পৌর কতৃপক্ষের তথ্যে জানা গেছে। পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা প্রশাসক ড, আশরাফুল আলম উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ শহরের বিশিষ্টজনদের এ জামায়াতে অংশ নেয়ার কথা রয়েছে। এছাড়া মাগুরা পুলিশ লাইনস ময়দানে মাগুরার পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম জেলা পর্যায়ের উর্ধতন পুলিশ কর্মকর্তা, পুলিশ বাহিনীর সদস্য ছাড়াও এলাকার মানুষ এখানে নামাজ আদায় করবেন। এছাড়া মাগুরা জজকোর্ট মসজিদে জেলা ও দায়রা জজ কামরুল হাসান বিচার বিভাগের কর্মকর্তাসহ এলাকার মানু্রষের সাথে নামাজ আদায় করবেন। মাগুরা সরকারি কলেজ মসজিদ, পিটিআই মসজিদ, শহরের হাজী সাহেব মাদরাসা ময়দান, পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া জামে মসজিদ, পারনান্দুয়ালী গোরস্থান ঈদগাহ ময়দান, মুন্সী পাড়া ঈদগাহ ময়দান, পূর্ব মুন্সী পাড়া মসজিদ, মোল্লাপাড়া বটতলা ঈদগাহ ময়দানসহ জেলার মাগুরা সদর,শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলা সদরে ও গ্রাম সমুহের ঈদগাহ ময়দান মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাতের জন্য ঈদগাহ ময়দান,; মসজিদ ধুয়ে মুছে পরিস্কার করা হয়েছে। অনেক ঈদগাহে সামিয়ানা টানানো হয়েছে। সাজান হয়েছে কোন কোন ঈদগাহ ময়দান রং বে রংয়ের কাগজ কাপড় দিয়ে। ঈদকে কেন্দ্র করে সাজান হয়েছে বড় বড় গেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।