মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দখলদার ইহুদিবাদী ইসরাইলি সেনারা ফিলিস্তিনের পশ্চিম তীরে করোনাভাইরাস পরীক্ষা কেন্দ্র ধ্বংস করেছে। ফিলিস্তিনের বার্তা সংস্থা ‘ওয়াফা’ এ খবর জানিয়েছে। করোনাভাইরাসের বিস্তার রোধে পশ্চিম তীরের শহর জেনিনের প্রবেশপথে কেন্দ্রটি স্থাপন করা হয়েছিল।
বর্ণবাদ মোকাবেলা বিষয়ক ফিলিস্তিনি কমিটি বলেছে, করোনা পরীক্ষা কেন্দ্র ধ্বংসের আগে সেখানে পরীক্ষার কাজে ব্যবহৃত মেশিন এবং যন্ত্রপাতিও জব্দ করে দখলদার সেনারা।
ফিলিস্তিনে যখন করোনার সংক্রমণ বাড়ছে ঠিক তখনি এই কেন্দ্রটি ধ্বংস করা হলো। এই অমানবিক পদক্ষেপের খবরে ফিলিস্তিনে ক্ষোভ আরও বাড়ছে। ফিলিস্তিনে এ পর্যন্ত মোট ৯ হাজার ৩৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৬৪ জন।
করোনা মহামারি পরিস্থিতিতেও ইসরাইলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে হত্যা, নির্যাতন ও ধরপাকড় চালিয়ে যাচ্ছে। পূর্ব বায়তুল মুকাদ্দাস ও জেরুজালেমেও একই পরিস্থিতি বিরাজ করছে। গাজাতেও সুযোগ পেলেই হামলা চালাচ্ছে দখলদারেরা।
ইসরাইলি সৈন্যরা মহামারির মাঝেও গত মাসে ৮৪ শিশুসহ ১৫১ জন ফিলিস্তিনিকে গৃহহীন করেছে। সম্প্রতি নানা অজুহাতে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংসের প্রক্রিয়া আরও বেড়েছে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।