Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেবরনে করোনা পরীক্ষা কেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে জেরুজালেমে বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২০, ১২:০৩ এএম

অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণে হেবরন শহরে ফিলিস্তিনের একটি করোনাভাইরাস পরীক্ষা কেন্দ্র গুড়িয়ে দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। এমন এক সময় ইসরাইলি কর্তৃপক্ষ এই পরীক্ষা কেন্দ্রটি গুড়িয়ে দিলো যখন দ্বিতীয় দফায় সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে পশ্চিম তীর। এর আগে করোনা রোধে মার্চে কঠোর লকডাউন দিয়েছিল পশ্চিম তীরের কর্তৃপক্ষ। এর ফলে সফলভাবে করোনার প্রথম দফার সংক্রমণ ঠেকাতে সক্ষম হয়েছিল সেখানকার কর্তৃপক্ষ। পশ্চিম তীরের সবচেয়ে বড় শহর এবং ফিলিস্তিনি অথরিটির (পিএ) অর্থনীতির পাওয়ারহাউজ হচ্ছে হেবরন শহর। কিন্তু এখানে করোনা অনেকটা ঝেকে বসেছে। পিএ জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার ফিলিস্তিন অঞ্চলে ৬৫ জনের মৃত্যু হয়েছে। হেবরন মিউনিসিপ্যালিটি সেখানে একটি করোনাভাইরাস ক্রাইসিস সেন্টার তৈরি করেছিল। ডে অব প্যালেস্টাইন এ খবর জানায়। অপরদিকে দুর্নীতির দায়ে অভিযুক্ত ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তার বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন আন্দোনলনকারীরা। মঙ্গলবার জেরুজালেমে প্রায় দুই হাজার ইসরাইলি এই বিক্ষোভে অংশ নেন। আন্দোলনকারীরা করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং দুর্নীতির অভিযোগ উঠায় নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেন। তারা দাবি করেন করোনার মধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহায়তা দেয়া কথা থাকলেও তা অনেক ধীর গতিতে হচ্ছে। এদিকে করোনা প্রকোপ বাড়ায় ইসরাইলে আবারো কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। আন্দোলনে অংশ নেয়া ৫৪ বছর বয়দী দোরন বলেন, এটা অপমানজনক। আপনি সামাজিক নিরাপত্তার জন্য ত্রিশ বছর ধরে কর দিয়ে আসছেন কিন্তু এখন আপনার প্রয়োজন মেটানোর জন্য ভিক্ষা করতে হচ্ছে। আমি এখানে এই শয়তান সরকারের পতনের জন্য আন্দোলন করতে এসেছি। এদিকে আন্দোলনে আসা বিক্ষোভকারীদেরকে বিনামূল্যে খাইয়েছেন ইসরাইলের রেস্টুরেন্ট মালিকরা। তারা বলছেন, করোনার মধ্যে তাদের রেস্টুরেন্ট খুলতে দিতে হবে না হলে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিতে হবে। ঘুষ, জালিয়াতি ও আস্থা ভঙ্গের অভিযোগে তিনটি পৃথক মামলায় চলতি বছরের ২৪ মে থেকে নেতানিয়াহুর বিচার শুরু হয়। এই মামলার বিচার গত রবিবার আবারো শুরু হয়েছে। ইসরাইলের বর্তমান জনসংখ্যা ৯০ লাখ। এর মধ্যে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ৪২২ জন। ডে অব প্যালেস্টাইন, হারেৎজ, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ