মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টির (এনসিপি) স্থায়ী কমিটির বৈঠক ২৮ শে জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। এদিকে, মঙ্গলবার মধ্যরাত থেকে দেশটিতে লকডাউন পুরোপুরি তুলে দেয়া হয়েছে।
মঙ্গলবার এনসিপি’র বৈঠকটি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই স্থগিত করা হয়। বৈঠকটি নেপালে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের জন্য ত্রাণ প্রদানে পার্টির ভূমিকা ও দায়িত্ব নিয়ে আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরের সপ্তাহে আবার বৈঠকে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগ ইস্যু আলোচনার টেবিলে যাওয়ার পর থেকেই এনসিপি’র স্থায়ী কমিটির বৈঠক একাধিকবার নির্ধারিত, স্থগিত ও পুনঃনির্ধারণ করা হয়েছে।
এদিকে, চার মাস পরে মঙ্গলবার মধ্যরাত থেকে নেপালে জুড়ে জারি করা লকডাউন প্রত্যাহার করে নেয়া হয়েছে। দেশটিতে করোনা সংক্রমণ হ্রাস পাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে একজন সরকারী মুখপাত্র জানিয়েছেন।
নেপালের অর্থমন্ত্রী ও সরকারের মুখপাত্র যুবরাজ খতিওয়াদা বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশেই এই সিদ্ধান্ত এসেছে। গত সোমবার সরকার জানিয়েছে যে, তারা আগস্ট থেকে দেশীয় এবং আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করবে। একই দিন দেশের সীমানাও খুলে দেয়া হবে।
নেপালেন অন্যতম ক্ষতিগ্রস্থ খাত ছিল পর্যটন খাত যা মূলত বিদেশী ভ্রমণকারীদের উপর নির্ভর করে। জুনের মাঝামাঝি সময়ে, মহামারী থেকে অর্থনৈতিক ক্ষতি হ্রাস করতে সরকার লকডাউনটি শিথিল করতে শুরু করেছিল। সূত্র: দ্য হিমালয়ান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।