Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিচালনায় ফিরলেন হিমেল আশরাফ, অভিনয়ে তাহসান-মোনালিসা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ২:৩০ পিএম

ছোট পর্দার নির্মাতা হিসেবে বেশ খ্যাতি রয়েছে তার। তবে 'সুলতানা বিবিয়ানা'র মতো ব্যবসা সফল সিনেমা নির্মাণ করে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন তিনি। হ্যাঁ বলা হচ্ছে, পরিচালক হিমেল আশরাফের কথা। ফিল্ম নিয়ে পড়াশোনা করতে দীর্ঘদিন ধরে মার্কিন মুলুকে রয়েছেন। তাই এতদিন ক্যামেরা থেকে খানিকটা দূরেই ছিলেন তিনি। এবার সেই বিরতি কাটিয়ে আবারও পরিচালনায় ফিরলেন এই নির্মাতা।

আমেরিকাতে থেকেই ঈদুল আযহার জন্য নাটক নির্মাণ করলেন হিমেল। এতে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খান। নাটকটিতে তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসাকে। এর নাম 'দেখা হবে'।

জানা গেছে, গেল ১৭ জুলাই থেকে নিউইয়র্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকেশনে টানা তিনদিন নাটকটির শুটিং হয়েছে।

দীর্ঘদিন পর পরিচালনায় ফেরার প্রসঙ্গে গণমাধ্যমে হিমেল আশরাফ জানান, 'দীর্ঘদিন পর কাজে ফিরলাম। সত্যি বলতে নিজের মধ্যে জড়তা কাজ করছিলো। তবে শুটিং শুরু হওয়ার পর সেটি কেটে গিয়েছে।' তিনি এও বলেন, 'করোনার প্রভাব আমেরিকাতেও বিরাজ করছে। তবে কোনো রকম ঝামেলা পোহাতে হয়নি। সবার সহযোগিতা পেয়েছি বলেই কাজটি সম্পন্ন করতে পেরেছি।'

এদিকে করোনা আবহেই শুটিং প্রসঙ্গে তাহসান জানিয়েছেন, 'নাটকের গল্পটি সুন্দর। অনেকদিন পরে শুটিং করেছি। তাই কিছুটা জড়তা কাজ করছিলো। তার চেয়ে বড় কথা, নিউইয়র্ক শহরে কাজটি করতে হয়েছে। যেখানে করোনার প্রভাব তুলনামূলক বেশিই।'

তবে 'দেখা হবে' নায়কটি নিয়ে প্রত্যাশার বাণী শুনিয়েছেন মোনালিসা। তার কথায়, 'দারুণ একটি গল্প। অনেক ঝুঁকি নিয়ে কাজটি করেছি। আশা করছি, এমন দিনে নাটকের গল্পটি দর্শকের মন ছুয়ে যাবে।'

যুবরাজ ইউএসফিল্মসের ব্যানারে নির্মিত রোমান্টিক ঘরানোর নাটকের গল্প লিখেছেন মুনতাহা বৃত্তা। আসছে ঈদে 'দেখা হবে' নাটকটি দেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে প্রচারিত হবে বলেও জানা গিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ