মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তানজিম সিয়াম মাত্র চার মাস আগে যুক্তরাষ্ট্রে পড়তে যান। সেখানে ‘এম অ্যান্ড আর’ নামের একটি দোকানে কাজ শুরু করেন। কিন্তু যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের সেই মুদি দোকানে কাজ করার সময় ১৪ জুলাই রাতে ডাকাতেরা তার মাথায় গুলি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। সব শেষ খবরে জানা যায়, তানজিম সিয়াম কোমায় চলে গেছেন।
স্থানীয় গণমাধ্যম বোস্টন ডট কম জানিয়েছে, বোস্টন মেডিকেল সেন্টারে ভর্তি আছেন ২১ বছর বয়সী এই বাংলাদেশি তরুণ। সেখানকার দোকান মালিক সমিতি তার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্য তহবিল সংগ্রহের কাজে নেমেছে। ‘GoFundMe’ ক্যাম্পেইনের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হচ্ছে।
হুমায়ুন মোর্শেদ নামের বাংলাদেশি জানান, ‘সিয়াম খুব দয়ালু ছেলে। মা-বাবা, ভাইবোন, সবাইকে ছেড়ে আমেরিকায় পড়তে এসেছিল। কিন্তু ‘ছেলেটা এখন জীবনের সঙ্গে লড়ছে।’
হুমায়ুনরা ৫০ হাজার ডলারের তহবিল সংগ্রহের চেষ্টা করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ হাজার ৬০০ ডলার পাওয়া গেছে। আপনিও এই লিংকে গিয়ে ডোনেট করতে পারেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।