Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লা লিগার সেরা খেলোয়াড় বেনজামা : পিছিয়ে মেসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ১২:১১ পিএম

মনে রাখার মতো এক মৌসুম কাটিয়েছেন লিওনেল মেসি। নিজে গোল করেছেন। সতীর্থদের গিয়ে গোল করিয়েছেন। ২৫ গোলের পাশাপাশি ২১ গোলের অ‌্যাসিস্ট করেছেন মেসি। মৌসুমে সবচেয়ে বেশি গোল করে পিচিচি ট্রফি জয়ের পাশাপাশি এক মৌসুমে সবচেয়ে বেশি অ‌্যাসিস্টেরও রেকর্ড গড়েছেন মেসি।

অন্যদিকে বেনজামা পিছিয়ে থাকেননি। এবার দ্বিতীয় সর্বোচ্চ ২১ গোল করেছেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার । মেসির থেকে কম গোল করে সেরা ফরোয়ার্ডের খেতাবও পেয়েছেন বেনজামা।

স্প‌্যানিশ লা লিগার মৌসুম শেষে সেরা বাছাইয়ে ভোটাভুটি করেছে জনপ্রিয় ক্রীড়া দৈনিক মার্কা। ১ লাখ ২০ হাজার ভোট গ্রহণ করেছে তারা।

যেখানে লিগের সেরা খেলোয়াড়, কোচ, ডিফেন্ডারসহ সেরা দল বাছাই করেছেন ফুটবল প্রেমিরা। ভোটাভুটিতে লিওনেল মেসিকে ছাপিয়ে লা লিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন করিম বেনজামা।

সেরা খেলোয়াড় নির্বাচিত হতে বেনজামা ৩৬ শতাংশ ভোট পেয়েছেন। মেসির ব‌্যালটে গেছে ৩২ শতাংশ ভোট। এছাড়া রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস পেয়েছেন ১৪ শতাংশ ভোট।

এছাড়া সার্জিও রামোস ৫৬ শতাংশ ভোট পেয়ে সেরা স্পেনের খেলোয়াড় এবং ৬৫ শতাংশ ভোট পেয়ে সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছে। রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কর্তোয়া ৫৫০০০ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সেরা গোলরক্ষক। রিয়াল মাদ্রিদ নির্বাচিত হয়েছে সেরা দল। তাদের স্বপ্নের রূপকার জিনেদিন জিদান নির্বাচিত হয়েছেন সেরা কোচ। ৪৬ শতাংশ ভোট গেছে জিদানের ব‌্যালটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ