Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছোট পর্দায় ফিরলেন জয়া আহসান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ১২:০৫ পিএম

দুই বাংলার দর্শক নন্দিত অভিনেত্রী জয়া আহসান। একসময় ছোট পর্দা ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেছেন তিনি। তবে দীর্ঘদিন ধরে তার সেই উপস্থিতি নেই। সিনেমার কাজেই এখন বেশি ব্যস্ত তিনি।

কিন্তু চমকপ্রদ তথ্য হলো- দীর্ঘ ৭ বছর পর আবারও ছোট পর্দায় দেখা যাবে জয়া আহসানকে। 'স্বপ্ন ভঙ্গ' নামের একক নাটকে অভিনয় করেছেন তিনি। এটি রচনা ও পরিচালনা করেছেন প্রয়াত আসফাক।

জানা গেছে, 'স্বপ্ন ভঙ্গ' নাটকের শুটিং হয়েছিলো ২০১৩ সালে। তবে এতদিন নাটকটি প্রচারে আসেনি। তাই নতুন নাটক হিসেবেই ৭ বছর পর মুক্তি পেতে যাচ্ছে এটি। এতে সম্পূর্ণ ভিন্ন রুপে দর্শকদের সামনে হাজির হবেন জয়া আহসান।

নাটকের গল্পে দেখা যাবে, সাহেদ-অনি নামের এক দম্পতি তাদের নতুন সংসার শুরু করেন। তাদের সুখের সংসারে হটাৎই ঘটে যায় মর্মান্তিক এক দূর্ঘটনা। এরপরই অনির জীবনে ঘটতে থাকে নানা রকম ভৌতিক ঘটনা। তিনি বাড়ির দারোয়ান, গৃহকর্মী ও বন্ধুদের অশ্লীল আচরণের মুখোমুখি হন। এমনই নানা ঘটনার মধ্য দিয়ে এগুতে থাকে নাটকের গল্প।

জয়া আহসান অভিনীত 'স্বপ্ন ভঙ্গ' নাটকটি ঈদের দিন রাত ৯ টায় দেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আরটিভিতে সম্প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ